ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে ভৈরবে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২১, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট নিয়ে শঙ্কা ও ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ভৈরবে জাতীয় পার্টির প্রার্থী এন কে সোহেল সংবাদ সম্মেলন করেছেন।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভৈরবে রোজ গার্ডেন চায়নিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে না গেলে কিংবা নৌকা প্রার্থীকে ভোট না দিলে ইউনিয়ন পরিষদ থেকে সেবা প্রদান করা হবেনা। তারা কোন সেবা পাবেনা। সেবা পেতে হলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বা নেতারা সার্টিফাইড করে দিলে সেবা প্রদান করা হবে। গত ১৪ ডিসেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এসএম আজিজুল্লাহ ওরফে আরজু, আনন্দ বাজারে আওয়ামী লীগের কর্মী সম্মেলনে এমন বক্তব্য দিয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ও এবং জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পর ১০ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নেয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটাররা ও লাঙল প্রতীক প্রার্থী নুরুল কাদের সোহেল শঙ্কা প্রকাশ করছেন। শুধু তাই নয় আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা ও কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রার্থী নুরুল কাদের সোহেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা জাতীয় পর্টির সাধারন সম্পাদক রিয়াজুল হক। পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি শামিম আহমেদ ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন প্রমূখ।

Don`t copy text!