ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল , অটো রিকশা শ্রমিক ইউনিয়নের নেতা আরিফুর রহমান ইদু, জয়নাল আবেদিন প্রমুখ।
সভায় ধানুয়া কামালপুর স্থল বন্দরে বন্ধ থাকা ভারত থেকে পাথর আমদানী পুনরায় চালুর ব্যবস্থা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, পৌর শহরের যানজট নিরসন করা, ভাটি কলকিহারা এলাকায় জুয়া ও ডলার ব্যবসা রোধ করা, চুরি রোধ করা, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো কিশোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, অগ্নিকান্ড নির্বাপনে স্থানীয় ফায়ার সার্ভিসকে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!