ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রহিম সুমন পরিচালিত ‘বংশ প্রদীপ’ নাটকে তানভীর-মৌসুমী

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২০, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভির। অনেক আগে থেকেই তাদের শোবিজে পথচলা শুরু। দিন যত যাচ্ছে তাদের অভিনয়ের পরিধি সমানতালে এগিয়ে যাচ্ছে। দুই বছর পর একসঙ্গে ‘বংশ প্রদীপ’ শিরোনামের নতুন একটি নাটকে কাজ করছেন তারা। নাটকটি নির্দেশনা দিয়েছেন রহিম সুমন। পিতা-মাতা এবং সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা এবং বংশের প্রদীপ নিয়ে এ নাটকের গল্প। এ নাটকটিতে মৌসুমী অভিনেতা তানভীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।

মৌসুমি হামিদ বলেন, গোলাম কিবরিয়া তানভির ভালো একজন অভিনেতা। তার সঙ্গে দুই বছর পর জুটিবদ্ধ হয়েছি। খুব ভালো লাগছে। আশা করছি, ‘বংশ প্রদীপ’ নাটকটি দর্শকদের বিনোদিত করবে।

তানভির বলেন, মৌসুমীর সঙ্গে দুই বছর পর ২টি কাজ করলাম। আবারও জুটি হয়ে একসঙ্গে কাজ করে ভালো লেগেছে। তাছাড়া আমাদের দুজনের বোঝাপড়াও বেশ ভালো। আশা করছি ‘বংশ প্রদীপ’ ও দারুণ একটি কাজ হবে।

নির্মাতা রহিম সুমন জানালেন, আমার এই নাটকে যারাই অভিনয় করছেন তারা প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করছেন। নির্মাতা হিসেবে এটাই আমার ভালোলাগা। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

অয়ন চৌধুরী রচনায় ও ওবাইদুল ইসলাম হিমেলের প্রযোজনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বাদল শহীদ, অরন্য (শিশু শিল্পী), নাজমুল হক বাবু সহ আরো অনেকে। জানা গেছে , নাটকটি শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

এদিকে এর আগে তাদের বিজয় দিবসে চ্যানেল আইতে প্রচার হয়েছে ফরিদুর রেজা সাগরের গল্পে অরুণ চৌধুরীর পরিচালনায় নাটক ‘স্মার্ট বাড়ি’।

Don`t copy text!