রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাংবাদিক সমাজের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর (বুধবার) ১১ ঘটিকায় উপজেলা অডিটরেয়াম হলরুমে সাংবাদিক সমাজের আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সাংবাদিক সমাজের সভাপতি সাজু আহমেদ লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন,গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস,উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমুর রহমান, উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াইমিনুল ইসলাম মারুফ,সহ উপজেলা সকল কর্মকর্তা , সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য সাংবাদিক আব্দুল বারী স্বপন বলেন, যারা সাংবাদিকতা করে তাদেরকে নিয়েই মূলত এই সংগঠন। সাংবাদিকতা করার ক্ষেত্রে তাদেরকে সত্যের সন্ধ্যানে কাজ করতে হবে। সবকিছু স্পষ্টভাবে বলতে হবে, সমস্ত তথ্য নির্ভুলভাবে তুলে ধরতে হবে। এমনভাবে কাজ করতে হবে যেন অন্যের উপকার হয়। অন্যের জন্য কাজ করেই সার্থক সার্থকতা অর্জন করা যায়। আমরা সবাই মিলে যেন গঙ্গাচড়া উপজেলার জন্য ভালো কিছু করি, তাহলেই দেশ ভালো থাকবে।প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বলেন,সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজকে এগিয়ে নিতে হলে সকল স্তরের সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে।”