কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুবেল হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছে।
মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার বঙ্গবন্ধু রোড (বোমপট্টি) এবাদুল্লাহ’র মার্কেটে আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনি প্রধান কার্যালয় উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভৈরব বাজারের বিভিন্ন রোডে গণসংযোগ করে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কোশল বিনিময় করে তার নির্বাচনি প্রতীক মোমবাতি মার্কায় ভোট চেয়ে বেড়ান।
এসময় তার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা খন্দকার দীন ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য মো. মাসুদ মিয়া, মো. শাহ আলম, মো. রাশেদ মিয়া, কায়সার আহমেদ ও মো. রোমান মিয়াসহ প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থক গণসংযোগে অংশ গ্রহণ করেন।
সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুবেল হোসেন বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মতাদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নিবন্ধতি অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত ও সূফীবাদি অহিংস রাজনীতিতে বিশ্বাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা এই দলের নিকট নিরাপদ।
মোমবাতি অন্ধকার তথা সকল অন্যায় ও অবিচারকে দূরীভূত করতঃ মানবতার আলোয় আলোকিত করে। মোমবাতি ধর্মপ্রাণদের ঐতিহাসিক ধারক, বাহক। তাই ভৈরব-কুলিয়ারচরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোমবাতি মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।