ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল বিআরডিবি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৯, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট সহকারী কমিটি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইউসিসিএলিঃ ভবনে ভোট গ্রহন সম্পন্ন করেন। নির্বাচনে মোঃ দুলাল মিয়া (সিংরইল) ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী আবু হোসাইন মোঃ ইয়াহিয়া সুমন (শেরপুর) ১০ ভোট পেয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি নূরুল আমিন (রাজগাতী), পরিচালক ৩জন যথাক্রমে মোঃ আলী উল্লাহ (নান্দাইল), দেলোয়ার হোসেন ভূইঁয়া (রাজগাতী) ও ওয়াসিম উদ্দিন (সিংরইল)। উল্লেখিত নির্বাচিত কমিটি আগামী তিন বছর নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ পরিচালনায় দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সরকারী সদস্যরা হচ্ছে উপজেলা সমবায় অফিসার শরিফুজ্জামান শাকিল ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিন। উল্লেখ্য, প্রায় ১০ বছর পর কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হল।

Don`t copy text!