দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে(সাভার -আশুলিয়া ) আসনে নৌকার প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আজ সকালে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের পক্ষ থেকে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা এর প্রচারণা শুরু করেন।
এ ছাড়াও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের নেতারা।
ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে ডা.এনামুর রহমানের নৌকার প্রার্থী মনোনয়ন দিয়েছে। ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সংগঠনের নেতা-কর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে বিপুল ভোটে আমরা নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমি সবসময় নেতাকর্মীদের পাশে আছি। আমি এই এলাকার জনগণের পাশে ছিলাম, আছি এবং আমৃত্যু থাকবো।
এ সময় ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের নেতারা উপস্থিত ছিলেন ।