ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বাগীশ্বরীর সংগীত বিভাগের দু’দিনব্যাপী বার্ষিক মূল্যায়ন পরীক্ষার অনুষ্ঠিত 

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৮, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

মহান মুক্তিযুদ্ধের সময় সংগীতের ভূমিকা অপরিসীম

যীশু সেন, বিশেষ প্রতিনিধি : সুস্থ ধারার শুদ্ধ সংগীত চর্চা মানুষকে জাগরিত করে। মানুষের ভিতরের বোধকে উদ্দীপ্ত ও বিকাশে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, শৃঙ্খলা, আনুগত্য, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে সুন্দরভাবে জীবন গড়ে ওঠার জন্য মানুষের জীবনী শক্তি হিসেবে কাজ করে। সৌন্দর্য্য ভোগের নয়, উপভোগের। যান্ত্রিক যুগে আমরা আন্তরিক খোরাক হারিয়ে ফেলেছি। জীবনকে উপভোগ করতে সুস্থ সংগীত চর্চার বিকল্প নেই। শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে বাগীশ্বরী সংগীতালয় এর আয়োজনে দু’দিনব্যাপী অভিন্ন সিলেবাসে সংগীত বিভাগের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা-২০২৩ গত ১৫ ও ১৬ ডিসেম্বর শুক্র ও শনিবার চট্টগ্রামস্থ সিএন্ডবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লিখিত পরীক্ষা ও বাগীশিক মিলনায়তনে ব্যবহারিক (ভাইভা) পরীক্ষায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। পরীক্ষার সূচনা লগ্নে উদ্বোধন অনুষ্ঠানে কথামালা পর্বে উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক কলামিস্ট গবেষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। বাগীশ্বরী সংগীতালয়ের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার উৎপল চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, সাংবাদিক স.ম. জিয়াউর রহমান, যন্ত্র শিল্পী বিশুতোষ তালুকদার। বাগীশ্বরীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয় এর অধ্যক্ষ উস্তাদ রিষু তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশ্বরী বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সমন্বয়ক সাংবাদিক যীশু সেন। বক্তব্য রাখেন সদস্য সচিব প্রিয়তোষ নাথ, শিক্ষক সমীরন সেন, তবলা শিল্পী রূপক ভট্টাচার্য, শিল্পী টিটু শীল, শিল্পী নয়ন গুহ, শিক্ষিকা লাবনী ঘোষ, শিক্ষিকা মিতা ভৌমিক, শিক্ষিকা বিজয়া লক্ষ্মী দত্ত, শিক্ষিকা রুমকি সেন, শিক্ষিকা জয়শ্রী চক্রবর্তী, শিক্ষিকা কলি সরকার। আলোচনা সভা শেষে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিথিমণ্ডলী। সংগীত বিভাগের প্রায় একশত পঞ্চাশ জন ছাত্র-ছাত্রী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সংগীত বিভাগে ব্যবহারিক ভাইভা পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী জহর মুখার্জি, রতন কুমার দত্ত, শিবু প্রসাদ চৌধুরী ও রিষু তালুকদার। তবলায় সঙ্গত করেন রূপক ভট্টাচার্য ও অমর্ত্য চক্রবর্তী।

Don`t copy text!