কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুবেল হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা করেন।
রোববার (১৭ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার এরাবিয়ান তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুবেল হোসেন বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মতাদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নিবন্ধতি অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত ও সূফীবাদি অহিংস রাজনীতিতে বিশ্বাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা এই দলের নিকট নিরাপদ। মোমবাতি অন্ধকার তথা সকল অন্যায় ও অবিচারকে দূরীভূত করতঃ মানবতার আলোয় আলোকিত করে। মোমবাতি ধর্মপ্রাণদের ঐতিহাসিক ধারক, বাহক। তাই ভৈরব-কুলিয়ারচরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোমবাতি মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য মো. মাসুদ মিয়া, মো. শাহ আলম, মো. রাশেদ মিয়া, কায়সার আহমেদ ও মো. রোমান মিয়া।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল প্রতিনিধি মুহাম্মদ হারুন চৌধুরী, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দি নিউজ স্টুডে প্রতিনিধি আহমেদ ফারুক, বিজয় টিভি প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, ভোরের আলো প্রতিনিধি মো. কাইয়ুম হাসান, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি শরীফুন্নেছা শুভ্রা, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক ভোরের বাংলা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি লোকমান হোসাইন, দৈনিক বাংলার অধিকার জেলা প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক দখিনের ক্রাইম প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলাসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।