ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বুলবুল একাডেমি ফাইন আর্টস বাফায় মহান বিজয় দিবস উদযাপন ২০২৩

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৬, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

আজ শনিবার সকাল ৯টায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুলবুল একাডেমি ফাইন আর্টস বাফায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন সাংস্কৃতিক অনুষ্টান করা হয়। অনুষ্ঠান সমম্বয়ক ঢাকা ৭ ওয়াইজঘাট বাফার প্রধান শাখার অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান সবুজ

একক গান পরিবেশন করেন মোঃ সফিকুর রহমান সবুজ, গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এবং অনন্য গান পরিবেশন করেন খায়রুজ্জামান কাইয়ুম ও বজলুল হক দুলাল এবং প্রদীপ সরকার। নাচ ও গানের মধ্যে বঙ্গবন্ধু র অসমাপ্ত আত্বজীবনী থেকে পাঠ করেছেন বাফা কোষাধ্যক্ষ জনাব কবির আহমেদ।

অনুষ্ঠানে রয়েছে হাওয়াইয়ান গীটার.স্প্যানিশ গীটার বেহালা ও বাশী, বেহারার সুরে রয়েছে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো যারা, ভুলব না ও বৈতালিক)সুর্যোদয়ে তুমি সমাবেত যন্ত্রসংগীত। আবৃত্তিতে রয়েছে তরুন রাসেল। দলিয় নাচে রয়েছে মাগো ভাবনা কেনো এবং ধিতাং ধিতাং বোলে-পরিচালনায় ফারহান রশীদ সুফলা। ও আমার দেশের মাঠি গানে পরিচালনায় রয়েছে বাফা অধ্যক্ষ। মুক্তির মন্দির সোপান তলে গানে পরিচালনায় রয়েছে খন্দকার খায়রুজ্জামান কায়ুম। পূর্ব দিগন্তে সুর্য উটেছে গানে পরিচালনায় রয়েছে প্রদীপ সরকার।

স্বাধীন স্বাধীন ধিকে ধিকে বা বিজয় নিশান উরছে ঐ গানে পরিচালনায় রয়েছে প্রদীপ সরকার। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে গানে পরিচালনায় রয়েছে দিলদার হোসেন মোরল। ও আমার দেশের মাঠিরে ও আমার দেশের মাঠিরে গানে পরিচালনায় রয়েছে দিলদার হোসেন মোরল। দরিয় নাচ বিজয় নিশান উরছে ঐ গানে পরিচালনায় রয়েছে সানজিদা সোহেল। আরো ২টি দলিয় নাছে পরিচালনায রয়েছে আরিফুজ্জামান চয়ন। হায়রে আমার মন মাতানোর দেশ হায়রে আমার সোনা ফলা মাঠি ও পলাশ ডাকা এবং কুকিল ডাকা ও শিশু দলীয় এবং সেই রেল লাইনের ধারে দলিয় গানে পরিচালনায় রয়েছে প্রদীপ সরকার। তীর হারা ঐ ঢেউয়ের সাগর ও চাষাদের মুটেদের মুজরের গানে পরিচালনায় রয়েছে বজলুল হক দুলাল। সংখোচের বিহ্বলতা গানে পরিচালনায় রয়েছে শামিমা কানম শেলী। সুর্যোদয়ে তুমি দলীয় গানে পরিচালনায় রয়েছে খায়রুজ্জামান কাইয়ুম। ধন্য ধন্য পুস্প ভরা গানে পরিচালনায় রয়েছে অধ্যক্ষ/প্রদীপ সরকার গোপীবাগ শাখা। বড়দের দলীয় নৃত্য দুইটিতে পরিচালনায় রয়েছে সুহেল রহমান। বড়দের আরো দুইটি নৃত্য পরিচালনায় রয়েছে অনিক বসু।

Don`t copy text!