নওগাঁর মহাদেবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত পুলিশ, আনসার-ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির ও গীর্জায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ ও মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে সকালে উপজেলা কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে মহিলাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা এটি পরিচালনা করেন। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সোনালী ব্যাংক মহাদেবপুর শাখারম্যানেজারের স্ত্রী প্রধান শিক্ষিকা নাজনীন নাহার লায়লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্ত্রী, সমাজসেবা কর্মকর্তার স্ত্রী প্রমুখ খেলায় অংশ নেন।উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।