বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ ৬১ (একষট্টি) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ ৬১ (একষট্টি) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গতকাল ৫ ডিসেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ ঘটিকায় সংগঠনের উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক জনাব #ইঞ্জিঃসালাহউদ্দিন সাংগঠনিক পেইজে লাইভের মাধ্যমে ঘোষণা করেন..নবগঠিত কমিটিতে চেয়ারম্যান জনাব Md Monir Hossain (আরব আমিরাত), মহাসচিব #মেহেদীহাসানরাজিব (সৌদি আরব), সাংগঠনিক সম্পাদক Jakir Khan (আরব আমিরাত) এবং দপ্তর সম্পাদক এটিএন বাংলা’র সিনিয়র সাংবাদিক #শাহরিয়ার_রাজ (বাংলাদেশ) সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দদের সমন্বয়ে কমিটি ঘটিত হয়…
উক্ত লাইভে সংগঠনের পৃষ্ঠপোষক ইঞ্জিঃ সালাহ উদ্দিন বলেন স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু আজও প্রবাসীদের ন্যায, যৌক্তিক, মৌলিক ও সাংবিধানিক অধিকার পায়নি,,,প্রবাসীরা পদে পদে অবহেলিত নির্যাতিত হচ্ছে…প্রবাসীরা যাতে তাদের ন্যায্য, যৌক্তিক, মৌলিক ও সাংবিধানিক অধিকার ফিরে পায় সেই লক্ষ্যে রাষ্ট্রের নীতিনির্ধারণী ও সরকারের প্রতি বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরার প্রচেষ্টা করবেন..