ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ওসি সারোয়ার জাহানের মতবিনিময়

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৪, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।

সরকারী আদেশে নিকলী থানা থেকে বদলী হয়ে গত ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর থানায় যোগদান করে দ্বায়িত্ব বুঝে নেওয়ারপর (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।

এসময় স্থানীয় সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দি নিউজ স্টুডে প্রতিনিধি আহমেদ ফারুক, বিজয় টিভি প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, ভোরের আলো প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. মহিউদ্দিন লিটন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি নুরুন্নবী ভূইয়া, দৈনিক ভোরের বাংলা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি লোকমান হোসাইন, দৈনিক বাংলার অধিকার জেলা প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো. সবুজ মিয়া, মুক্তিযোদ্ধা চেতনা টিভি প্রতিনিধি মো. ফোরকান মিয়া ও দৈনিক দেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার আবদুল গাফফার সহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

সাংবাদিকদের উদ্দেশ্যে নবযোগদাকৃত ওসি মো. সারোয়ার জাহান বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজ থেকে অপরাধ মুক্ত করতে হলে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। মাদক, জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে আমার অবস্থান থাকবে জিরো টলারেন্সে। আমরা আপরাধীকে ঘৃণা না করে অপরাধকে ঘৃণা করবো। কুলিয়ারচরবসী আমার নিকট তাদের প্রাপ্য অধিকার পাবে। কুলিয়ারচর থানাবাসীকে সব সময় সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এছাড়া দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জানা যায়, মো. সারোয়ার জাহান এর আগে গত ৪ মে নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নেয়।

এর আগে তিনি ২০২০ সালের ৩ অক্টোবর থেকে দীর্ঘ আড়াই বছর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ওই সময়ে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, গরু চুরি ও মোটর সাইকেল চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এর ফলশ্রতিতে তিনি আটবার কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া একের পর এক চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা ও আসামি গ্রেপ্তারে কুশলতার পরিচয় দিয়ে মো. সারোয়ার জাহান একজন আলোচিত পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ক্লুলেস হত্যাসহ অনেক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছেন। সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঞ্চল্যকর মো. ইসমাইল (৪০) হত্যার রহস্য উদঘাটন ও ঘাতককে গ্রেপ্তার করেছেন তিনি।

মো. সারোয়ার জাহান এর আগে বাজিতপুর ও পাকুন্দিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি ১১ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত ও পুরস্কৃত হন।

এছাড়া তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।

মো. সারোয়ার জাহান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গর্বিত সন্তান।

Don`t copy text!