চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি নির্বাচত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার মো. আলাউদ্দিন।
শনিবার (৯ ডিসেম্বর) উদ্ধমদী পাম্প হাউজের ফেডারেশনের কার্যালয়ে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পূর্বের কমিটির সদস্যরা স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে উপস্থিত সকলের সমর্থন ভোটে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ফেডারেশনের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, সদস্য আলহাজ্ব খাজা আহমেদ, সফিকুল ইসলাম খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য মাহবুব আলম বাবু, সদস্য বজলুর রহমান’সহ আরো অনেকে। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন খোরশেদ আলম।
সভার শুরুতে উপস্থিত এসোসিয়েশন ও টার্ণআউট কমিটির সদস্যবৃন্দ বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে আলোচনা, পর্যালোচনা এবং মতামত ব্যক্ত করেন। আগামী দিনে ফেডারেশনের কার্যক্রম আরো প্রসারিত করার লক্ষ্যে সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা পদত্যাগ ঘোষণা করেন।
পরে নতুন কমিটি পুর্নগঠনের লক্ষ্যে উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসকে সভাপতি ও সরকার মো. আলাউদ্দিনকে সাধারণ পদে সমর্থন ভোট দিয়ে কমিটি পুনর্গঠন করেন। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।
পরে শুভেচ্ছা বক্তব্যে ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমরা সবাই ভাই ভাই। কে কি পদ পেলাম তা বড় কথা নয়। কৃষকের জন্য, মতলবের মানুষের জন্য কে কতটা কাজ করল তা দেখার বিষয়। আপনারা আমাকে নতুন করে ফেডারেশনের দায়িত্ব দিলেন, তাই আমি সর্বোচ্চ চেস্টা দিয়ে ফেডারেশনকে ঢেলে সাজাবো এবং কৃষকদের সুবিধা আদায়ে কাজ করবো। সেজন্য সবাইকে আমাকে সহযোগিতা করবেন।