ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় থানা সাঁড়াশি অভিযানে ৩টি গরু উদ্ধার।। পিকআপ জব্দ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৮, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ও পিকআপে থাকা ৩টি গরু উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৩ টায় দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামের রাস্তার উপর থেকে পিকআপ ও গরু গুলো উদ্ধার করা হয়েছে।

৩টি গরুর আনুমানিক মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ায় সম্প্রতি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশকিছু গরু চুরির খবর পাওয়া গেছে।

ফলে চুরি যাওয়া গরু উদ্ধার এবং চোর চক্রকে ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। তন্মধ্যে সাদিপুরা চাঁদপুর এলাকায় শুক্রবার রাতে অভিযান চলাকালে একটি পিকআপ গাড়িকে সন্দেহ হলে তাদেরকে থামার জন্য সংকেত দিলে চোর চক্র গরুসহ পিকআপ গাড়ি রেখে পালিয়ে যায়।

চুরি যাওয়া গরুর মালিকদের খবর দিলেও উদ্ধারকৃত ৩টি গরুর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি। জব্দৃকৃত পিকআপটি নম্বর হল- ঢাকা মেট্রো- ন ১৯-৫১১৫। গরুর প্রকৃত মালিক না পাওয়ায় বিপাকে রয়েছে থানা পুলিশ।

থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ মামুনুর রশিদ সরকার জানান, বর্তমানে মালিক খোঁজে না পাওয়ায় গরু ও পিকআপ গাড়িটি থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে গরুগুলো নিতে অনুরোধ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে ০১৩২০১১৬১০১ নাম্বারে যোগায়োগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ছবি ঃ কচুয়া থানা পুলিশের হেফাজতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৩টি গরু।

Don`t copy text!