ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩।

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৭, ২০২৩ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরাফাত হাসান নামে এক অটোরিকশা চালককে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। এ সময় ছিনতাই করা অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম এ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর ৮নং ওয়ার্ডের মৃত মো. আলীর ছেলে হোসেন মাহমুদ (৩৮), নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলের মাইনুদ্দিন (২৭), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কাকাইল মোড়ের মৃত শুক্কুর আলীর ছেলে মো. ইছহাক (২০), বর্তমানে সে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার কাদিরগাঁ আলমগীর এর বাড়ীর ভাড়াটিয়া।অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, গত ৩০ নভেম্বর প্রতিদিনের ন্যায় আরাফাত হাসান তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার রাতে গনিশাহ্ মাজার থেকে দুই জন যাত্রী তাকে মাঝিয়ারা বাজারে যাবে বলে ভাড়া করে নিয়ে যায়।

সেখান থেকে কৌশলে তাকে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড়া ব্রিজের কাছে নিয়ে তাকে হাত-পা ও মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। নিহত আরাফাত হাসান উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো. এন্তাজ মিয়ার ছেলে, আটক তিন জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Don`t copy text!