ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে নানার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে ডুবে শিশু নিখোঁজ।

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৫, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে জুলেখা আক্তার (৭) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। নিখোঁজ জুলেখা বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের সুজন মিয়ার মেয়ে।

সোমবার (৪ ডিসেম্বর ) দুপুর ১ টার দিকে জুলেখা নানার বাড়ি ধরাভাঙ্গা গ্রামের পাশে এমপি টিলা এলাকায় মেঘনা নদীতে তার বড় বোনের সঙ্গে গোসল করতে নামে, তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি জুলেখা। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে সংবাদ পেয়ে নবীনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা এখনো পর্যন্ত চলমান রেখেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, গত শুক্রবার শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে তার নানা হান্নান মিয়ার বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার দুপুর ১ টায় শিশুটি নানার বাড়ির পাশে মেঘনা নদীতে বড় বোনের সাথে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি জুলেখা। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

এ বিষয়ে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ পরিদর্শক এসআই কাউসার মাতব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, সলিমগঞ্জ নৌ-পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

Don`t copy text!