ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতায় তিনদিনব্যাপী বুনিয়াদী কোর্স সম্পন্ন

প্রতিবেদক
admin
নভেম্বর ২৮, ২০২৩ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা,সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ৭ম ব্যাচের ৩দিন ব্যাপী সাংবাদিকতায় ফ্রি বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
সোমবার ২৭ নভেম্বর রাত ১১টায় সমাপনী সেশনের মাধ্যমে কোর্সটিতে রিসোর্স পারসন ছিলেন ত্রিপুরার সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক ও বাংলা পোর্টালের সিইও ড. তৌহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: সাজু মিয়া, শিশু ও মানবপাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।
সমাপনী দিনে অতিথি ছিলেন বাংলাদেশ মেয়র এসোসিয়েশনের সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী। তিনি সাংবাদিকদের প্রয়োজনে পাশে থাকার আহবান জানিয়ে মানিকগঞ্জে ভ্রমনসহ তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিদর্শনের আমন্ত্রণ জানান।
বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর কোর্সটির সমাপনী বক্তব্যে বলেন অনলাইনের মাধ্যমে সাংবাদিক প্রশিক্ষণে আপনারা যদি উপকৃত হন তবেই আমাদের সফলতা। ভবিষ্যতে আমরা নবীন সাংবাদিকদের সম্পৃক্ত করে সরাসরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করবো।
বিএমএসএফ’র কোর্স গুলোতে রিসোর্স পারসন হিসেবে দেশী-বিদেশি সাংবাদিকরা সেশন পরিচালনা করেন। তার মধ্যে স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ফিনল্যান্ডের গণমাধ্যম বিশেষজ্ঞ ড. মজিবুর রহমান দফতরি, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, ঢাকা পোস্টের বার্তা সম্পাদক মাহবুর আলম সোহাগ, মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর জেসমিন জাহান, বাংলা পোর্টালের সাব এডিটর লাইলী ইয়াসমিন, বাংলাদেশ বেতারের উপস্থাপক ইফফাত সানিয়া ন্যান্সি ইতিপূর্বের সেশনে যুক্ত ছিলেন। ৭টি কোর্সে ১৭শ সাংবাদিক রেজিষ্টেশন করেন।
অপেক্ষাকৃত নবীন-সুবিধাবঞ্চিত সাংবাদিকরা কোর্সটিতে অংশ নেন। প্রশিক্ষণে গণমাধ্যমকর্মীদের সংবাদের নানা দিক নিয়ে অবগত করা হয়। সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য অধিকার, গুজব বিষয়ে ধারণা দেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ পত্র সুন্দরবন অঞ্চলে অনুষ্ঠিতব্য সভায় প্রদান করা হবে বলে আয়োজক সংস্থা বিএমএসএফ’র পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া বিজয় শোভাযাত্রা উপলক্ষে সুন্দরবন অঞ্চলের সাংবাদিকদের ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কয়রা উপজেলায় অনুষ্ঠিত হবে। কয়রা,পাইকগাছা, সাতক্ষীরা এলাকার ৫০ জন সংবাদিক অংশগ্রহণ করবে।

Don`t copy text!