আমি জনগণের জন্য কি করেছি বা কি করতে পেরেছি সেটা আমি বলতে চাইনা, তবে আপনাদের দোয়া, ভালবাসা,স্নেহ পেয়েছি বলেই সৃষ্টিকর্তা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনারদের সুখে দুঃখে সঙ্গী হয়ে বেঁচে থাকবো। এমনই ইচ্ছা পোষণ করলেন ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত শিল্পপতি ও সমাজসেবক গরিব-দুঃখী মানুষের ভালোবাসার স্থল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের নৌকার মনোনয়ন প্রার্থী নৌকার মাঝি শামিম হক।
ফরিদপুরে ৩ আসনের মনোনয়ন পাওয়ার পর থেকেই শামিম হক নির্বাচনীয় প্রচারনায় নিজেকে উজার করে দিয়ে কাজ করে চলছেন শহরের বিভিন্ন স্থানে। ফরিদপুরে সর্বস্তরের জনগণ শামিম হকে নৌকার মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন,কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ফরিদপুরের সর্বস্তরের জনগণ, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেন।
ফরিদপুর বাসীর উদ্দেশ্য শামিম হক বলেন,
আমি দীর্ঘ ৪০ বছরের ঊর্ধ্ব কাল ধরে আওয়ামী রাজনীতিতে সততা, আদর্শ ও দলের প্রতি আনুগত্যের পরীক্ষা দিয়ে চলেছি। সেই পরিক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি পুরস্কার শো-রুপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনার সেবা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
আমি আশা করবো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারদের মূল্যমান ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। এবং এই ফরিদপুর জেলাকে একটি আদর্শ জেলা হিসাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতার হাত বারিয়ে দিবেন।
তিনি আরো বলেন বিগত দিনে ফরিদপুরের রাজনীতিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে গিয়েছিল। রাজনীতিতে কি কি কর্মকান্ড হয়েছে সেটা আপনারা জানেন। আমার বলার কিছুই নেই, এই ফরিদপুরে রাজনীতিন নামে আর কোন অরাজনৈতিক কর্মকান্ড পুনরায় আবির্ভাব হবে না। অনেকেই অনেক ধরনের কথা আপনাদেরকে বলবে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে, আপনাদের কাছে আমার আহবান থাকবে কারো কোন পূর্বচূনায় কান দিবেনা, যে কোন ষড়যন্ত্রে বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মনে রাখবে নৌকার জয় মানে আপনাদের জয়,নৌকার জয় মানে দেশ ও জাতির উন্নয়নের জয়।