চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসন থেকে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন কাতার ও বাংলাদেশে প্রতিষ্ঠিত গোল্ডেন মার্বেল কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর সিআইপি জালাল আহমেদ।
২৬ শে নভেম্বর রবিবার জালাল আহমেদ তার নিজের ফেসবুক আইডিতে তার কর্মী, সমর্থক ও ফরিদগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে লিখেন,আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ,আমার সকল কর্মী বৃন্দ ও সকল ভোটারদেরকে আহবান করবো,আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত করবো,ধন্যবাদ সকলকে।
জালাল আহমেদ ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন করার বার্তাটি জানিয়ে দেওয়ার সাথে সাথে জালাল আহমেদের কর্মী ও সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
উল্লেখ্য সিআইপি জালাল আহমেদ ২০০০ সাল থেকে ফরিদগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন,তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট শহর গড়ে তুলতে তিনি রাজনীতিতে এসেছেন।
২৭ শে নভেম্বর সোমবার সিআইপি জালাল আহমেদের পক্ষে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার বড় বোন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম,এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন,আব্দুর রহিম নীলাফ,ইসমাইল হোসেন পাটোয়ারী।