ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নান্দাইলে নৌকার মনোনয়ন পেলেন আবদুস সালাম

প্রতিবেদক
admin
নভেম্বর ২৬, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) আবদুস সালাম (আরসিডিএসপিএসপি)। উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুস সালাম ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার মনোনয়ন প্রাপ্ত হয়ে নান্দাইল থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে তিনি নির্বাচিত হন। সবশেষে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপীর দায়ে নৌকার মনোনয়নপত্র বাতিল হয়। এই সুযোগে ময়মনসিংহ জেলা সংরতি আসনের সাবেক মহিলা এমপি জাহানারা খানমের পুত্র আনোয়ারুল আবেদীন খান তুহিন (২০১৪ সনে ১০ম ও ২০১৮ সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে) নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Don`t copy text!