ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের ৬ টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন

প্রতিবেদক
admin
নভেম্বর ২৬, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ৩শত জনের মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর আগে রোববার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করেন। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকায় রংপুর জেলার ৬ টি সংসদীয় আসনের দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে তিনজন নতুন মুখ এলেও পুরনো তিনজনে ভরসা রেখে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা হলেন, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর-২ আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ আসনে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি, রংপুর-৫ আসনে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেক রহমান, রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য হিসেবে পূণরায় দলীয় মনোনয়ন পেয়েছেন রংপুর-২ আসনে আহসানুল হক ডিউক চৌধুরী, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি ও রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরমধ্যে রংপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ছেলে রাশেক রহমানের জন্য নিজে দলীয় মনোনয়র ফরম সংগ্রহ করেননি। এদিকে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে রংপুর নগরীসহ গঙ্গাচড়া উপজেলা ও জেলার কয়েকটি স্থানে আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরা। আগে তেকেই প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলো তারা। প্রসঙ্গত:রংপুরের ৬ টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৩৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন। এরমধ্য থেকে ৬জন কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

Don`t copy text!