ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে সাংবাদিকের বাড়িতে দুধর্ষ চুরি অভিযোগ।

প্রতিবেদক
admin
নভেম্বর ২৬, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য, স্বনামধন্য লেখক ও সাংবাদিক রিফাত কান্তি সেন’র বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে চুরির ঘটনটি ঘটে।

ঘটনাস্থল থেকে ২৭ কাহন সুপারি, একটি গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, ২ টি সাইকেলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে চোরের দল।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন।

এবিষয়ে রিফাত কান্তি সেন দৈনিক বাংলার অধিকার কে জানান আমার বাবা গত সোমবার ব্রেন স্ট্রোক করলে তাকে নিয়ে ঢাকায় যাই, বাবাকে ঢাকার নিউরোসাইন্স নামে একটি হাসপাতালে ভর্তি করাই।
বাড়িতে আমার অসুস্থ মা ও স্ত্রী অবস্থান করলেও চোরের দল আমাদের খারাপ সময়ের সুযোগ নিয়েছে, আমি ঢাকা থেকে ফিরে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করবো।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাজন শেখ। ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম জিতু।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, ওই এলাকাতে সম্প্রতি সময়ে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটছে। স্থানীয় ও বহিরাগত মিলিয়ে সন্দেহভাজন একটি চক্র গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করে এবং কড়ৈতলী চৌ রাস্তা, কড়ৈতলী বাজার, এলাকার গুত্বপূর্ণ স্থান গুলোকে টার্গেট করে আড্ডা দিতে দেখা যায়।

তাদের দৃশ্যমান কোন কর্ম না থাকলেও চলাফেরা-খরচের পরিমান দেখে স্থানীয়দের মনে সন্দেহের তীর, ওই চক্রটির দিকে।

গবাদী পশু, নগদ টাকা, মোবাইল স্বর্ণলঙ্কারসহ নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র চুরি হচ্ছে অবাধে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন তৎপর হয়ে এই সব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা মনে করেন।

Don`t copy text!