ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আজ বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রতিবেদক
admin
নভেম্বর ২৬, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার ভোর ৬টায় শুরু হয়ে তা মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে বলে জানান।

আজ রোববার ভোরে শুরু হওয়ার কথা থাকলেও শনিবার রাতে অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

তবে সারাদেশে জামায়াতে ইসলামীর ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে অবরোধের সমর্থনে।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় ৩ দিনের হরতাল, এবং ষষ্ঠ দফায় ১৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে অবরোধ কর্মসূচি।

অন্য দিকে নাশকতা ঠেকাতে সাধারন মানুষের নিরাপত্তায়
মাঠে থাকবে পুলিশের বেশকিছু বাহিনী, যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।

Don`t copy text!