চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি ‘র’ সাথে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে তার দায়িত্ববার গ্রহণের দ্বিতীয় দিনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত সাময়িকী ‘রিপোর্টার্স জার্নাল’ সংখ্যার উপহার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি র হাতে তুলে দেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মেজবা উদ্দীন খালেদ, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব মেজবা উদ্দিন চৌধুরী মিঠু, সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন পলাশ, অর্থ সম্পাদক ফারহান সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মামুন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী বান্ধব সরকার। তিনি নারী নেতৃত্বকে মূল্য দিয়েছেন বলে আজকে আমি উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। আজকে নারীদের কে যদি মূল্যায়ন না করা হত তাহলে উপজেলা পরিষদ নির্বাচনে নারী বলে আমরা নির্বাচন করতে পারতাম না। আর যদি নারী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করার সুযোগ না পেতাম সেক্ষেত্রে আমি নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্র উপজেলা পরিষদে আসতে পারতাম না। এজন্য আমি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সাথে সাথে অত্র আসনের মাননীয় এমপি আলহাজ্ব দিদারুল আলমসহ উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, ৯টি ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ ও সীতাকুণ্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি আমার উপরে যে অর্পিত দায়িত্ব তা যেন সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারি। আমি চেষ্টা করবো সৎ এবং নিষ্ঠার সাথে বিগত দিনগুলোতে সীতাকুণ্ডবাসীর পাশে থাকার চেষ্টা করেছি, আগামী দিনগুলোতে আমার উপর যেকদিনই দায়িত্ব থাকে সে কদিনই আমি ন্যায় এবং নিষ্ঠার সাথে সবার সার্বিক পরামর্শ ও সহযোগীতার মধ্য দিয়ে যেন আমি কাজ করতে পারি। উল্লেখ্য যে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন পদত্যাগ করায় ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পায়। গত বুধবার ২২ নভেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ববার গ্রহণ করেন।