ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

এবার ফিরে আসছে আমিরাতের সিনেপ্লেক্সে বাংলা সিনেমা

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আমিরাতে আসছে সিনেপ্লেক্স বাংলা সিনেমা
সংযুক্ত আরব আমিরাতে বসবাস বাংলাদেশী তাদের মধ্যে অনেকেই আছেন যারা হলে বসে দেশের সিনেমা দেখতে পছন্দ করেন।

বাংলাদেশিরা হলে বসে সিনেমা দেখতে পারলেও সম্ভব হয় না বিভিন্ন প্রবাসীদের।

অন্যান্য দেশের তুলনায় আবর আমিরাতে দেখার সুযোগ হচ্ছে, তবে দেশের সিনেমা যেভাবে জনপ্রিয়তার শীর্ষে আছে,সে গুলো দেখার সুযোগ না থাকায় বাংলাদেশি সিনেমা নিয়ে দর্শকদের এখানে চোখে পড়ে না।

বিশেষ করে এবার মরুরদেশে ও বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে একই দিন বাংলাদেশের চলচ্চিত্র আমিরাতের মাটিতেও প্রবাসীদের জন্য রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে।

এই উদ্যোগ নীহারিকা মমতাজ প্রোডাকশনের ও মিডিয়া মেজ-এর সহযোগিতায় আমিরাতের সিনেপ্লেক্সে আবারো ফিরে আসছে বাংলা সিনেমা।

মিতালী পারকিন্সের প্রখ্যাত উপন্যাস অবলম্বনে অমিতাভ রেজা পরিচালিত ‘রিক্সা গার্ল’ প্রদর্শনীর মাধ্যমে এই নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী ৮ ও ৯ ডিসেম্বর।

ইবন বতুতা মল-এ নভো সিনেমা ও দেরা সিটি সেন্টারের ভক্স সিনেমায় দেখা যাবে সিনেমাটি।

গত মঙ্গলবার দুবাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্ট বল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন বিখ্যাত জুয়েলারি ডিজাইনার ও বাংলা আর্ট উইক-এর কর্ণধার নীহারিকা মমতাজ।

সহযোগী হিসেবে থাকছে আমিরাতে প্রথম বাংলা ছবি পরিবেশনা প্রতিষ্ঠান মিডিয়া মেজ এর প্রতিষ্ঠাতা ও আমিরাত ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার পাভেল।

আর আমিরাতে এই ছবি পরিবেশনে পরামর্শক হিসেবে আছেন রেশ রাজ ফিল্মের প্রতিষ্ঠাতা কৃশনান রাজারান।

নীহারিকা মমতাজ জানান, বাংলা আর্ট ও কালচার কে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া তার একটা স্বপ্ন এবং কেবল বাংলা ছবি পরিবেশনার মাঝেই তা সীমাবদ্ধ না। তিনি ভবিষ্যতে দুবাই এ বার্ষিক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্মফেয়ার মত আন্তর্জাতিক মানের পুরস্কার অনুষ্ঠান ও ছবির শ্যুটিং এর আয়োজন করতে আগ্রহী।

উল্লেখ্য ইতিপূর্বে ২০১৭ থেকে ২০১৯ সালের মাঝে দুবাই ভিত্তিক মিডিয়া মেজ ও কানাডাভিত্তিক স্বপ্ন স্কেয়ারক্রোর মাধ্যমে আমিরাতের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল পরবাসিনী, নবাব, ঢাকা অ্যাটাক, দেবীর মত হিট বাংলা ছবি। এরপর আর আসেনি বাংলা সিনেমা।

মিডিয়া মেজ এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার পাভেল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আমিরাতে তথা মধ্যপ্রাচ্যে বাংলা ছবির প্রদর্শন নিঃসন্দেহে অর্থনৈতিকভাবে লাভজনক উদ্যোগ হতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের এক নতুন ক্ষেত্র তৈরি হবে। যদিও বেশ কিছু প্রতিবন্ধকতা বিদ্যমান যা আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় ছবি পরিবেশনের ক্ষেত্রে নেই। এসব বাধা দূর করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন ও এ ব্যাপারে বাংলাদেশের পরিচালক প্রযোজকদের সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!