সাভারে একটি মার্কেটের তিনটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা তিনটি স্বর্ণের দোকান থেকে ৮০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনায় মার্কেটটির অন্য দোকানিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
২২ নভেম্বর, বুধবার ভোর রাতে সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের লালন টাওয়ার এন্ড শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওইসব স্বর্ণের দোকানীরা বলেন, ভোর রাতে একদল মুখোশধারী ডাকাতদল ওই মার্কেটৈর তিনজন নিরাপত্তাকর্মীর সহায়তায় প্রবেশ করে তালা কেটে সোনাক্ষী জুয়েলার্স থেকে ৪২ ভরি, মমতা জুয়েলার্স থেকে ৩৫ ভরি ও গীতাঞ্জলি জুয়েলার্স থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ৮০ ভরি স্বর্ণ ও মার্কেটের সিসি টিভির হার্ডডিক্সসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।
এঘটনার পর থেকে মার্কেটটির তিন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, স্বর্ণ উদ্ধারে চেষ্টা চলছে।
অপরদিকে, সাভার বাজার বাসষ্ট্যান্ডে একটি মার্কেটে সাতটি মোবাইলের দোকান থেকে প্রায় বিশ লক্ষ টাকার মালামাল ও আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণ, টাকা পয়সাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা। এসব ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।