ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে ১৬টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
admin
নভেম্বর ২১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মীরসরাই উপজেলার ১৬টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ৩২,০০০ ( বত্রিশ হাজার) টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের মাঝে ২০২২-২৩ অর্থবছরে এককালীন অনুদানের উক্ত চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাহাব উদ্দিনসহ উপকারভোগী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ।
অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ হলো শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, উদ্দীপন ক্লাব, যুব উন্নয়ন সংঘ, প্রবীণ মেলা, স্মরণিকা সংঘ, অপকা, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৃষক সমিতি, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, সুশীল সমাজ উন্নয়ন সংস্থা, সংকেত, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘ, মকবুল আহাম্মদ কল্যাণ পরিষদ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি।
সব সংগঠন সারা বছর নানামুখী স্বেচ্ছায় কর্মকান্ড করে থাকে।
এর মধ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে কাজের ভিত্তিতে সর্বোচ্চ স্বেচ্ছায় কাজের মূল্যায়নের ভিত্তিতে অনুদানের চেক প্রদান করা হয়েছে
মীরসরাই উপজেলার ১৬টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে মোট ৫ লাখ ১২ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

Don`t copy text!