রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

একজন ভবঘুরের বাড়ি ফেরা

লেখক : (সিনিয়র জেল সুপার, কুমিল্লা) / ২৮৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ

 

নীলফামারি জেলা কারাগারের জেল সুপারের ফোন, স্যার একজন বন্দি পাঠাচ্ছি যে মানসিক অসুস্থ, বিজ্ঞ আদালত তাকে মুক্তির আদেশ দিয়েছে কিন্তু তাকে ছেড়ে দিলে সে আবার হারিয়ে যাবে এবং পরিবারের কাছে আর ফেরা হবেনা। সে আটকের সময় কুমিল্লা চৌদ্দগ্রামের একটা ঠিকানা বলে বিধায় তাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি স্যার। আমিও সানন্দে রাজি হয়ে গেলাম কেননা কারও উপকার করার সুযোগ পেলে সেটা লুফে নিতে ভালো লাগে,আলহামদুলিল্লাহ।
পরদিন(১৭নভেম্বর) বিকালে পুলিশ স্কট যোগে চলে আসে কুমিল্লা কারাগারে। রাত পেরিয়ে সকালে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে লোকটা জানায় তার নাম শুক্কুর, বাবার নাম আবু, হানারচর, হাইমচর, চাঁদপুর। দায়িত্বের বোঝা চাপিয়ে দিলাম ডেপুটি দেলোয়ারকে, সে কথা বললো চাঁদপুরের জেলার মনিরের সাথে। মনির অনেক খোঁজাখুঁজি করে জানায় হানারচর চাঁদপুর সদরের একটা ইউনিয়ন এবং সেখানকার চেয়ারম্যান, মেম্বারের সাথে কথা বলে এই নামে কোনও লোকের সন্ধান পাওয়া যায়নি। আমিতো হতাশ হবার লোক নই, পরদিন আবার নিজেই তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে গ্রামের নাম বলে মধ্য বাকরপুর যা তার ওয়ারেন্টে উল্লেখ ছিলো এবং আজকে আর হাইমচর বলেনি, শুধু চাঁদপুরই বলেছে। মনে হলো সেতো খুব বেশি এলোমেলো নাম ঠিকানা বলেনি তাই তার ওয়ারেন্টে দেয়া নাম ঠিকানা আর তার মুখে বলা নাম ঠিকানা নিয়ে নিজেই মনিরকে ফোন দিলাম। আগেরদিন অনেক খোঁজাখুঁজি করে মনির কিছুটা হতাশ হলেও আমিতো শেষ পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ, না পারলে ভিন্ন ব্যবস্থা কি করবো সেটাও ভেবে রেখেছিলাম। মনির কিছুটা হতাশা নিয়ে বলেছিলো স্যার এটা তো আই ও মানে ইনভেস্টিগেশন অফিসারের কাজ; উত্তরে আমি বলেছিলাম কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, একটু চেষ্টা না হয় আমরাই করলাম। এবার ছবিসহ পাঠিয়ে দিলাম এবং চাঁদপুর জেলে আটক হানারচরের দুই চারজন কারাবন্দিকে দেখাতেই তারা চিনে ফেলে এবং জানা যায় নীলফামারিতে ধরা পড়ার পর প্রথম যে নাম পিতার নাম সে বলেছিলো সেটাই সঠিক। নীলফামারি জেলা পুলিশ ১৭ অক্টোবর জিডি মূলে ফৌজদারি কার্যবিধি ৫৭ ধারায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠায়।
বাবা মা বেঁচে নেই কিন্তু ভাই বেরাদার আছে। ভাইয়ের ফোন নাম্বার নিয়ে ডেপুটি দেলোয়ার কথা বললো এবং তাদের আসতে বললে তারা আসতে রাজি হন এবং আজ দুপুরে তার ভাই ও প্রতিবেশী দুজন ভদ্রলোক এসে তাকে বাড়ি নিয়ে যান। দেখতে প্রায় একই রকম ভাইকে দেখিয়ে তাকে জিজ্ঞেস করলাম চিনো কিনা, মুখ গুঁজে বলে চিনেনা। বুঝতে পারলাম সে চিনেছে ভাইকে কিন্তু হতে পারে তার ভাইয়ের প্রতি চরম অভিমান যেজন্য হয়তো অস্মীকার করছে ভাইকে, বাড়ি না যেতে ওলট-পালট বলছে। ভাই অতি যত্নে পরনের গুলো খুলে নতুন লুংগি, শার্ট পরিয়ে তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা টিম নীলফামারীর, টিম চাঁদপুর ও টিম কুমিল্লা।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!