দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঢাকা-১৯ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে ঢাকা-১৯ আসনের ভোটারসহ দেশের মানুষের কাছে দোয়া চান।
এসময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধরী, সাভার পৌরসভার প্যানেল মেয়র এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নজরুল ইসলাম মানিক মোল্লা,সাভার থানা তাঁতী লীগের সভাপতি আবু সাঈদ,সাভার থানা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি শান সরকার প্রমুখ।