দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ আসনের মনোনয়ন ফরম জমা দিলেন এ্যাড, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্নানিত সদস্য এ্যড,গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
রবিবার ১৯ নভেম্বর রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। ২০ নভেম্বর সোমবার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমাদেন।
আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায়ের সাথে সাক্ষাৎ কালে তিনি বলেন,,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঊন্নয়ন কর্মকান্ডেরসহযোগী হতে চাই।আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন।
ঝর্ণা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ -সুবিধা পাচ্ছেন।দেশের নানাধিক উন্নয়ন হচ্ছে।তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভুমিকা আছে।আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান।এক প্রশ্নের জবাবে ঝর্ণা বলেন,জাতীয় সংসদে অনেকেই প্রার্থী হতে পারে।যারা প্রার্থী হয়েছেন তাদের সবারই কোন না কোন যোগ্যতা রয়েছে।এটা নিয়ে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ির কিছু নেই।
কারণ জননেত্রী শেখ হাসিনা একটি সেমিনারে বলেছেন শতফুল ফুটতে দিন আমি সবচেয়ে ভালো
ফুলটি বেছে নিবো।যে প্রার্থীর যোগ্যতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ হবে তাকেই তিনি মনোনয়ন দিবেন।দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ কে আবার ক্ষমতায় আনতে হবে।এ জন্য জনসাধারণকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যুব সমাজের নেতৃবৃন্দ