ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-৪ আসনের আঃলীগের মনোনয়ন ফরম মামুনের পক্ষে কিনলেন সাদমান সারার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৯, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, পাহাড়তলী ও আকবর শাহ (আংশিক) আসনে আঃলীগের দলীয় মনোনয়ন পত্র কিনলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিন রবিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আঃলীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে আলহাজ্ব এস এম আল মামুনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এস এম আল মামুনের বড় পুত্র সাদমান সারার রাফসান। আলহাজ্ব এসএম আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই এ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত। পরিশেষে তিনি সীতাকুণ্ডবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন সীতাকুণ্ডের জনপ্রিয় রাজনীতিবিদ এবিএম আবুল কাশেম মাস্টারের সুযোগ্য পুত্র। মরহুম আবুল কাশেম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই দুইবার আঃলীগের হয়ে সীতাকুণ্ড আসনের এমপি নির্বাচিত হন। তৃণমূল থেকে উঠে আসা এ নেতা বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার ছিলেন ও আমৃত্যু পালন করে গেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের সহ-সভাপতি। রাজনৈতিক দূরদর্শিতা ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। তাঁরই যোগ্য পুত্র হিসেবেই সীতাকুণ্ডের মাটি ও মানুষের সাথে মিশে স্কুল জীবন থেকেই রাজনীতি করছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। দুইবারের নির্বাচিত এই উপজেলা চেয়ারম্যানের আসন্ন সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে নির্বাচন করার জোর দাবী রয়েছে সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে।

Don`t copy text!