দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তারা নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর অনির্বাচিত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের পদ থাকে না।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে তারা পদত্যাগ করেন।
পদত্যাগকারীদের একজন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সালে যেমন মন্ত্রিপরিষদ বিভাগ টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার জন্য চিঠি দিয়েছিল, এবারও তা-ই। সেই ধারাবাহিকতায় পদত্যাগ করেছি।’
মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদের টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
বর্তমানে সরকারের মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আছেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সজীব আহমেদ ওয়াজেদ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক) এবং সালমান ফজলুর রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক)।
উপদেষ্টাদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান পদত্যাগ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উচ্চ পর্যায়ের ওই সূত্র নিউজবাংলাকে জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে যারা সংসদ সদস্য নন তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনের আগে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করেননি।
প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী রয়েছেন মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল।