ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ড উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জয়নব বিবি জলি

প্রতিবেদক
admin
নভেম্বর ১৬, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। গত ১২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে বিষয়টি জানানো হয়। উল্লেখ্য যে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় গত ৩০ অক্টোবর আলহাজ্ব এস এম আল মামুন স্বেচ্ছায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থানীয় সরকার বিভাগ বরাবর পদত্যাগ পত্র জমা দেন। এর প্রেক্ষিতে তার পদত্যাগ পত্র গ্রহণ করে গত ১২ নভেম্বর পদটি শূন্য ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যানের কার্যবার গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ১৩ নভেম্বর থেকে তিনি দায়িত্ববার গ্রহণ করেন।
এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

Don`t copy text!