ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মালেশিয়ায় মাটি চাপা পড়ে মনিরামপুরের যুবকের মৃত্যু

প্রতিবেদক
admin
নভেম্বর ১৬, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় নির্মাণ সাইটে কাজ করার সময় আইয়ুব হোসেন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রবাসী আইয়ুব হোসেনের কর্মস্থল মালয়েশিয়ার পেনাং শহরের একটি নির্মাণ সাইটে কাজ করার সময় মাটি ধসে, মাটি চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। নিহত আইয়ুব হোসেন যশোরের মনিরামপুরের মশ্বিমনগর ইউনিয়নের মশ্বিমনগর তালসারি গ্রামের মোনছের আলীর ছেলে। মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন স্বজনেরা। জানাগেছে- নিহত আইয়ুব হোসেন প্রায় ১৬ বছর ধরে মালয়েশিয়ায় নির্মাণশ্রমিকের কাজ করে আসছিলেন। আইয়ুব হোসেনের বাড়িতে পিতা, মাতা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্যা আত্মীয় স্বজন রয়েছে। যুবক আইয়ুব হোসেনের মৃত্যুর খবর বাড়িতে আসলে, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বিশ্বাস করতে পারছিলেন না খবরটি। আইয়ুব হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Don`t copy text!