পূবাইল সাংবাদিক ক্লাবের সাংবাদিকদের সঙ্গে পূবাইল মেট্রোপলিটন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মতবিনিময় করেছেন।
বুধবার (১৫ নভেম্বর ) রাতে পূবাইল মেট্রোপলিটন থানার ওসির কক্ষে অত্র ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,অত্র ক্লাবের সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি টিটন কুমার ঘোষ।যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ শাকিল খান।সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগ যুগান্তরের প্রতিনিধি মোঃ শাহীন সরকার,সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের ছবি প্রতিনিধি আবু সাইদ চৌধুরী। দপ্তর সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি এইচ এম নুরুল হক বাবু।মহিলা সম্পাদিকা আমাদের সংবাদের প্রতিনিধি কবিতা ইসলাম,নির্বাহী সদস্য,মাতৃ জগতের প্রতিনিধি রাকিবুল ইসলাম,দেশান্তরের প্রতিনিধি আসিফ রায়হান,সন্ধ্যা বানী প্রতিনিধি সাইফুল ইসলাম ও শাহীন মোল্লা প্রমুখ।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন,পূবাইলের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তিনি।
সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি ডাকাতি সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।