ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবারে প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটির সিনেমা

প্রতিবেদক
admin
নভেম্বর ১৫, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউডের ইতিহাসে সফলতম জুটির কথা বললে সালমান শাহ-শাবনূরের নামটি নিঃসন্দেহে ওপরের দিকে থাকবে। দর্শকদের সামনে সালমান শাহ-শাবনূর একে অপরের বিপরীতে ১৪টি সিনেমায় জুটি বেঁধেছিলেন, যার সিংহভাগই ছিল ব্যবসাসফল। সালমান শাহর অকালমৃত্যু না হলে দর্শকনন্দিত এ জুটিকে আরও অনেক সিনেমায় যে দেখা যেত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বাস্তবে সালমান শাহ-শাবনূর জুটিকে নতুন করে আর পর্দায় দেখার উপায় নেই। তবে দীর্ঘ ২৮ বছর পর আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে ঢালিউডের ইতিহাসের অন্যতম সফলতম এ জুটিকে। আগামী ১৭ নভেম্বর ২০২৩ তারিখ শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে মহানায়ক সালমান শাহ অভিনিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘ জীবন সংসার ’ চলচ্চিত্রটি দুপুর ২.৩০ টা থেকে এবং মোহাম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্রটি বিকাল ৫.৩০মি: হতে প্রদর্শন করা হবে।

জানা গেছে, চলচ্চিত্র দুটি ঝকঝকে ডিজিটাল টেলিসিং প্রিন্ট প্রদর্শন হবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক সালমান শাহ। ২৫ বছর আগে এই সুপারস্টার মারা যান। তবুও, তাকে নিয়ে এখনো দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। এখনো ভক্তদের মনের মণিকোঠায় বেঁচে আছেন তিনি।

Don`t copy text!