ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে কৃষকের ধান ঘরে তুলতে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

প্রতিবেদক
admin
নভেম্বর ১৫, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সমন্বতি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মুল্যে ধান কাটার কম্বাইন হাভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। কিন্তু চলমান পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

এ অবস্থায় কাটিয়ে কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

গতকাল ধনবাড়ী উপজেলা চত্বরে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উপস্থিতিতে স্থানীয় দুই কৃষকের হাতে জাপানের তৈরি তিন’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন- ধনবাড়ী উপজেলার চর ভাতকুড়া গ্রামের রমজান আলী, মিজানুর রহমান
পাইস্কা ইউনিয়ন
গ্রাম : থোড়া
খসরু মিয়া
পাইস্কা ইউনিয়ন
গ্রাম:ধোকেল কুল।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারের পরিচালনার বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন তিন’টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, সরকারি কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা
কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, সমাজসেবা অফিসার মোঃ মোস্তফা,
কৃষি উপসহকারী ফরিদ, প্রমুখ।
সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

Don`t copy text!