সৌদি আরব প্রবাসীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডা. একে এম আব্দুল মোমেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সকাল ১১টার সময় রিয়াদের বাংলাদেশ দূতাবাস অডোটরিয়ামে পররাষ্ট্রমন্ত্রী ডা. একে এম আব্দুল মোমেন এমপির সাথে রিয়াদ প্রবাসীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী (বিপিএম-বার) এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. একে এম আব্দুল মোমেন এমপি। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মিশন উপ-প্রধান আবুল হাসান মৃধা, মিনিষ্টার কাউন্সিলর এস এম রাকিবউল্যাহ, প্রেস সচিব ফখরুল ইসলাম, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক শাহ জাহান চঞ্চল, মোঃ এরশাদ, আব্দুল আজীজ মাশুক, অধ্যাপক খাদেমুল ইসলাম, এম আর মাহবুব, এম এ জলিল, গাজী সাঈদ, মোছলেহ উদ্দীন মুন্না, প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ, মুহাম্মদ ইউসুফ খাঁন, হাফেজ আব্দুস সালাম, রিপন সরকার, মোঃ সেলিম, ফরিদ উদ্দীন কবির, শহীদ মাতবর, সাংবাদিক সালাহউদ্দিন, গোলাম সামদানী, মোঃ ফারুক হোসেন, মোঃ এরশাদ।
মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী ডা. একে এম আব্দুল মোমেন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতৃবৃন্দ ও রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ, ফ্রেন্ডস অব বাংলাদেশ নেতৃবৃন্দ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার পরিচালনা পর্ষদ, সিলেট বিভাগ এসোসিয়েশন।