প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন একমাত্র আওয়ামী – লীগ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রৌ শেখ হাসিনা।
খুলনা সার্কিট হাউজ মাঠে বিভাগীয়
মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।খুলনা সার্কিট হাউজ মাঠে ১৩ নভেম্বর সোমবার বিকাল চারটায় আওয়ামীগ আয়োজিত খুলনা বিভাগীয় মহাসমাবেশে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের উন্নয়ন করেছে। সারা দেশে উন্নয়ন কার্যক্রম চলছে।
সরকার প্রধান বলেন, নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান রয়েছে। দশ কোটি ৪১ লাখ মানুষ এসব সুবিধার আওতায় রয়েছে। মালিকদের সাথে সমন্বয় করে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি ক্রমান্বয়ে আমরা বৃদ্ধি করেছি।
শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশে দুই কোটি ৬২ লাখ কৃষক কৃষি কার্ড পায়, যার মাধ্যমে তারা স্বল্প মূল্যে কৃষিপণ্য ক্রয় করতে পারছে। অথচ বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টি ক্ষমতায় এসেই প্রতিবার দেশের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন: আনন্দ-উচ্ছ্বাসে প্রধানমন্ত্রীর জনসভায় নারীদের ঢল
এর আগে বেলা পৌনে ৩টায় খুলনায় সার্কিট হাউজ মাঠে খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় যোগ দেন শেখ হাসিনা। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এ মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সমাবেশস্থল ও আশপাশে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।