আশুলিয়ায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে দলের এক কর্মীকে পিটিয়েছেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার।
সোমবার সন্ধ্যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুধু হয় ব্যাপক সমালোচনা।
এর আগে, বিকেল ৪টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল ত্রী-মোড়ে সমাবেশ স্থলে যুবলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।
এসময় এক কর্মীকে কিল ঘুষি মারতে দেখা যায় থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারকে। মারধরের শিকার যুবলীগ কর্মীর পোশাক ছিড়ে গেলে পাশের একটি কাপড়ের দোকান থেকে পোশাক কিনে পরিধান করতে দেখা গেছে।
মারধরের শিকার ইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতির ভাই হাফিজ বলেন, আমি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমীন ভাইয়ের প্যানেলের লোক। আমাদের লোকজনই আমাকে মেরেছে। বিষয়টি পরে দেখা যাবে।
এ ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমি তো আমার কর্মীর উপর হাত তুলিনি। পোলাপানগুলা হট্টগোল করছিল আমি ওদের শাসন করেছি।