ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ পাইলট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের শুভ উদ্বোধন করলেন খাদমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

প্রতিবেদক
admin
নভেম্বর ৮, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর সাপাহারে অবস্থিত ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন চার তলা ভবনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।বুধবার (০৮ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। ভবন উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী শাহু্ চৌধুরী (বাবু)।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেরোম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মসুদ রেজা সারোওয়ার, সহ-সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম , জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধিঃ।

Don`t copy text!