এসএসসি ৯৬ ব্যাচ মীরসরাই উপজেলা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মীরসরাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির মোট ২০৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মুনিরুল ইসলাম, মেধাবৃত্তি পরীক্ষার চীফ কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামরুল হোসেন, মোঃ সোয়েব, আকরাম হোসেন প্রমুখ।
এসময় মেধাবৃত্তি পরীক্ষার চীফ কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন বলেন, “ ৯৬ ব্যাচের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় প্রাথমিকে ৫ম শ্রেণিতে ১০৩২ জন, মাধ্যমিকে ৮ম শ্রেনিতে ৬৭৪জন, মাদ্রাসায় ৫ম শ্রেণিতে ১৯৫জন ও ৮ম শ্রেণিতে ১৬৪জনসহ মোট ২০৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উর্ত্তীণ প্রকৃত মেধাবীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। ভবিষ্যতে এই ধরণের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।