চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনসহ ১নং সৈয়দপুর ইউনিয়নস্থ আরও ২২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) বিকাল ৪টার সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনসহ আরও ২২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। শেখেরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি ডাঃ আবুল হাসেম ভূঁইয়ার সভাপতিত্বে ও শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিয়াব উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বোরহান উদ্দিন, সাহাবউদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।