-র্যালী,আলোচনা সভা,সনদপত্র প্রদান,গাছের চারা বিতরণ,যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার খুলনার পাইকগাছায় পালিত হলো জাতীয় যুব দিবস।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”। উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন,সমবায় অফিসার হুমায়ূন কবীর, উপজেলা কৃষি ব্যাংক কর্মকর্তা হাদিস উজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মাহাবুবুর রহমান রন্জু,তৈয়বুর রহমান প্রমূখ।আলোচনা শেষে ১১জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে ৫ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক, ৩০জনকে সনদপত্র ও বিভিন্ন ব্যক্তিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।