সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাঙ্গিরাই গ্রামের কৃতি সন্তান মো: হাবিবুর রহমান হাবিব এক জন খেলাধুলা প্রেমি, শিক্ষা অনুরাগী, সামাজিক ব্যক্তি তিনি বাংলাদেশ ক্রিকেট দল কে খুব ভালবাসে। বাংলাদেশ দলের পরাজয় মেনে নিতে পারে নি মনক্ষুন হয়ে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,
আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয়ে দুঃখভারাক্রান্ত হৃদয়ে দু-চারটি কথা আবেদন করছি।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবই জানেন এবং বোঝেন। কারণ আপনি শাসক নন, আপনি দেশহিতৈষী, মানবকল্যাণব্রতী। আপনি দরদী, আপনি হৃদয়বান। আমি জানি দেশের কোথাও দুঃখজনক ও খারাপ কিছু ঘটলে, অন্যায় ও মানবতার অপমান হলে আপনার হৃদয়েও গভীর রক্তক্ষরণ হয় ।
তাই আপনার কাছে বিনীত আরজ, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্যায়কারীদের আপনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন।
আপনিই আজ বাংলাদেশ। আপনি আমাদের অগ্রগামী বাংলাদেশের রূপকার, পথপদর্শক।
আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। আন্তর্জাতিক মোড়লদের বুড়ো আঙুল দেখিয়ে পদ্মাসেতু নির্মাণ করে আপনি দেখিয়ে দিয়েছেন, আত্মপ্রত্যয় থাকলে কী না করা যায়।
নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, ক্ষমতায়নে আপনার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত এবং প্রশংসিত
আপনি যা পারেন, যা পারবেন, তা অন্য কেউ তা পারে না, পারবে না। তাই শেষ ভরসা হিসাবে আপনার কাছেই বলছি,
আপনি ছাড়া বলার জায়গা ও নাই, জানিনা আমার মত নগন্য ক্ষুদ্র মানুষের এই আবেদন আপনার দৃষ্টি তে পড়বে কি? তারপরেও লিখছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজান,এই ক্রিকেটেই আমাদের আবেগের একমাত্র জায়গা,
বাংলাদেশের শোচনীয় হার দেখতে দেখতে হৃদয়ে রক্তক্ষরণ হয়,টানা ৬ষ্ঠ ম্যাচে হার, প্রতিটা ম্যাচ হারার পর বলি আর খেলা দেখবোনা, কিন্তু পারিনা,কষ্ট পাই,
মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন ক্রিকেট কে বাচাঁন
আপনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
শ্রদ্ধাসহ –
মোহাম্মদ হাবিবুর রহমান।