ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

কুড়িগ্রামে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুড়িগ্রাম রেল স্টেশন এলাকার খলিলগঞ্জ কিশলয় প্রাথমিক বিদ্যালয়ের পাশের রেল লাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ঘটনাটি ঘটেছে গত রাত ১০টার দিকে।

স্থানীয়রা জানান, ধারনা করা হচ্ছে গতরাতে কাউনিয়া থেকে উলিপুর গামী কম্পিউটার ট্রেনে কাঁটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার নাম পরিচয় পাওয়া যায় নাই, জানার চেষ্টা করছি আমরা।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বলেন, স্টেশনের পাশে রাতে ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাবেন।

কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আসাদ বলেন, মরদেহ উদ্ধারে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Don`t copy text!