মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর ছয়সূতি বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপির অবরোধ চলাকালে পুলিশ – বিএনপির মুখোমুখি সংঘর্ষে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুলিবৃদ্ধ হয়ে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়সূতি বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসার মিয়ার ছেলে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় জনগণের জানমালের রক্ষার্থে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলায় কুলিয়ারচর থানার ওসি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুই জন নিহতের বিষয়ে জানতে চাইলে, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সেখ বলেন বিষয়টি এখনো নিশ্চিত নই পুরো বিষয়টি খুজ খবর নিয়ে বলতে পুরবো।