ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে চাদা না দেয়ায় সন্ত্রাসী হামলা আহত-১।

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সদ্য জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শিহাব এর উপর আজ বেলা ১১ টার দিকে পটুয়াখালী পৌর নিউমার্কেট এলাকায় কথিত খলিল নামে এক সন্ত্রাসী ২০/২৫ টি মটর সাইকেলে বিশাল সন্ত্রাসী বাহিনি নিয়ে মোঃ শিহাবের উপর হামলা চালায়। এ সময় নিউমার্কেটে দায়ীত্বে থাকা পুলিশের কারণে প্রাণে বেচে যায় বলে জানায় আহত শিহাব। এ সময় স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে আনলে শিহাবের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন এমন হামলা এ প্রশ্নের জবাবে শিহাব বলেন আমি পটুয়াখালীর একজন প্রতিষ্ঠিত ঠিকাদার, গত বছরও আমি সরকারকে সতেরো লক্ষ্য টাকা ট্যাক্স দিয়েছি এবং আমি সচ্ছ ভাবে পটুয়াখালীতে ঠিকাদারী ব্যবসা করে আসছি, আমি মনেকরি আমার কোন প্রতিপক্ষ নেই। অপর এক প্রশ্নের জবাবে শিহাব বলেন আমি সদ্য পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদ পেলেও আমি মনে করিনা যে এ বিষয় আমার কোন শত্রুু রয়েছে। তবে খলিল দীর্ঘদিন ধরে আমার কর্মচারীদের মাধ্যমে ২ লক্ষ্য টাকা চাদা দাবী করে আসছিলো। আজ জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আমি রাস্তায় বের হলে খলিল তার দলবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এতে আমার মাথায় কমপক্ষে নয়টি সেলাই গেলেছে, আইনি প্রকৃয়া নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে শিহাব বলেন ইতিমধ্যে আমি পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেছি এবং এ বিষয় আইনি প্রকৃয়া চলমান রয়েছে।
এ বিষয় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ বলেন আমি তাত্ক্ষণিক ঘটনা শুনেছি এবং আমাদের আইনি প্রকৃয়া অব্যাহত রয়েছে।

এ বিষয় কথা বলার জন্য অভিযুক্ত খলিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার কোন বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

Don`t copy text!