ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু ও পরিবেশ রক্ষায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন – ড. কামরুজ্জামান

প্রতিবেদক
admin
অক্টোবর ২৮, ২০২৩ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

২৭ অক্টোবর, ২০২৩: জলবায়ু ও পরিবেশ রক্ষায় সবার আগে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশের জীববৈচিত্র্য, পাহাড়, নদী রক্ষা কার্যক্রমে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন।

যেহেতু জীববৈচিত্র, পাহাড়,নদনদী রক্ষায় প্রাথমিক ভূমিকা হিসেবে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে থাকেন সেক্ষেত্রে তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ডিন, পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

তিনি শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

অতিথি ছিলেন ফিনল্যান্ডের গণমাধ্যম বিষয়ক গবেষক ড. মজিবুর দফতরি। তিনি সাংবাদিকদের উপর গুরুত্বারোপ করে দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের একে অপরের প্রতি সৌহার্দ্য বৃদ্ধির উপর গুরুত্ব করে বলেন, ভবিষ্যতে সমাজে তারাই মূল্যায়িত হবেন যাদের নেট এক্সেস বেশি, জমাজমি অর্থভিত্তের ওপর নয়।

সাংবাদিকদের আন্তরিকতার বিকল্প নেই ফিনল্যান্ড একটি শান্তির অভয়ারণ্য। আপনারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

মাঠ পর্যায় থেকে সংবাদ সংগ্রহ করে সংবাদ প্রচার উপযোগী করে তোলা যায় এ ব্যাপারে আলোচনা করেন মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর জেসমিন জাহান।

তিনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কৌশলী হওয়ার আহবান জান। যেটি মানুষ লুকিয়ে রাখতে চায় সেটা সংবাদ আর যেটি প্রকাশ করতে চায় সেটা বিজ্ঞাপন।

আলোচনায় অংশ নেন ফ্রান্সের নারী সাংবাদিক সুবর্ণা আক্তার। তিনি বলেন শিশু সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও মেধামনন বিকাশে সাংবাদিকরা কাজ করতে পারেন। যখন আমি বাংলাদেশে এটিএন বাংলায় কাজ করতাম তখনকার সাংবাদিকতা আর ফ্রান্সের সাংবাদিকতা ভিন্ন।

ফ্রান্সের চেয়ে বাংলাদেশের সাংবাদিক ঝুঁকিপূর্ণ বলে তিনি ঝুঁকি এড়িয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় বিভিন্ন প্রশ্নের উত্তরে দৈনিক বাংলার অধিকারের প্রধান সম্পাদক সাগর চন্দ্র (স্বপন) তিনি সংযুক্ত আরব আমিরাতে একজন গণমাধ্যম কর্মী হিসাবে দীর্ঘদিন কাজ করে আসছেন, তিনি বলেন বিজ্ঞাপন ও নিউজ এক নয় সে ক্ষেত্রে সম্পাদকদের পত্রিকা গুলো চালানোর ক্ষেত্রে সকল সাংবাদিককে এগিয়ে আসতে হবে, সেক্ষেত্রে পত্রিকাটি দীর্ঘস্থায় টিকে রাখতে হলে বিজ্ঞাপনটি জরুরী বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি আরো বলেন সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণ জরুরী সাংবাদিকতা শেষ বলে কোন কথা নেই।

প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনা করেন বিএমএসএফ’র বোর্ড অব ট্রাস্টি ও কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

Don`t copy text!